নারী বিশ্বকাপ শুরু ২৪ জুন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩১

জাগরণীয়া ডেস্ক

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করেছে। আগামি ২৪ জুন এগারোতম আট দলের অংশগ্রহণে আসরের পর্দা উঠবে। 

০৫ ফেব্রুয়ারি (রবিবার) আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ইংল্যান্ডের পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর।

পূর্ণাঙ্গ ম্যাচসূচি এখনো প্রকাশ করা হয়নি। ব্রিস্টল, ডার্বি, লিচেস্টার ও টাউনটন ভেন্যুতে ২১ দিনব্যাপী ২৮টি রাউন্ড রবিন ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল দু’টি অনুষ্ঠিত হবে ব্রিস্টল ও ডার্বিতে যথাক্রমে ১৮ ও ২০ জুলাই। লর্ডসে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

গত বছর আইসিসি মেয়েদের চ্যাম্পিয়শিপে পারফরম্যান্সের ভিত্তিতে এরই মধ্যে মূল পর্বের টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বাকি চারটি দল চূড়ান্ত হবে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু বাছাইপর্ব খেলা। 

শ্রীলঙ্কায় বাছাইপর্ব (৭-২১ ফেব্রুয়ারি) শেষে চূড়ান্ত চারটি দল নির্ধারিত হবে। বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের মিশনে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে ১০টি দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত