আর্চারিতে হীরা মনির সোনা জয়

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৭, ১৬:৪১

জাগরণীয়া ডেস্ক

ইসলামী সলিডারিটি স্পোর্টস ফেডারেশন আয়োজিত প্রথম আন্তর্জাতিক আরচারির রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে বাংলাদেশকে স্বর্ণ এনে দিয়েছেন আর্চার হীরা মনি।

৩০ জানুয়ারি (সোমবার) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের শুরুতে মহিলাদের রিকার্ভ একক ইভেন্টের ফাইনালে হীরা আজারবাইজানের রামোজামোভাকে হারান ৬-৪ পয়েন্টে।  

এর মধ্যে দিয়ে দিনের প্রথম স্বর্ণ জেতালেন হীরা মনি।

হীরা ২০১০ সালে বিকেএসপিতে আর্চারিতে সুযোগ পান। এরপর ২০১৩ সালের বাংলাদেশ গেমসে মিশ্র দলগত রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ জেতেন হীরা। এ ছাড়া জাতীয় প্রতিযোগিতায় দলগত সোনা জিতেছিলেন। তবে এবারই প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত