ব্যাটিং ব্যর্থতা

সিরিজ খোয়ালো বাংলাদেশের মেয়েরা

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ২০:২১

জাগরণীয়া ডেস্ক

ব্যাটিং ব্যর্থতায় ঠিক মতো লক্ষ্য তাড়াও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। চতুর্থ ওয়ানডে ৯৪ রানে জিতে সিরিজ ঘরে তুলেছে দক্ষিণ আফ্রিকা।

পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

বুধবার (১৮ জানুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫১ রান করে দক্ষিণ আফ্রিকা।

সর্বোচ্চ ৭৯ রান করেন মিগনন দু প্রিজ। ৪৭ রান করেন ক্লোয়ি ট্রায়ন। লিজেলি লি ২৮ ও ড্যান ফন নিকার্ক অপরাজিত ২৬ রানের দুটি কার্যকর ইনিংস খেলেন।

৪৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার খাদিজা তুল কুবরা। জবাবে শেষ বলে অলআউট হওয়ার আগে ১৫৭ রান করে বাংলাদেশ। 

৩৪ রানে ৩ উইকেট নিয়ে পেসার আয়াবঙ্গা খাকা দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। 

আগামী শুক্রবার (২০ জানুয়ারি) হবে পঞ্চম ও শেষ ওয়ানডে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত