২০২৪ সালে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ ১০ নারী ক্রীড়াবিদ

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৬

জাগরণীয়া ডেস্ক

বিশ্বব্যাপী নারী ক্রীড়াবিদদের আয়ের বৈষম্য সত্ত্বেও, ২০২৪ সালে বেশ কিছু নারী ক্রীড়াবিদ উল্লেখযোগ্য পারিশ্রমিক অর্জন করেছেন। বিখ্যাত সাময়িকী ফোর্বস প্রকাশিত তালিকা অনুযায়ী, শীর্ষ ১০ নারী ক্রীড়াবিদের মধ্যে ১১ জন টেনিস তারকা, ৩ জন গলফ খেলোয়াড়, ২ জন বাস্কেটবল খেলোয়াড়, ১ জন ফুটবল তারকা, এবং জিমন্যাস্ট, স্কিয়ার ও ব্যাডমিন্টন খেলোয়াড় রয়েছেন।

তালিকার শীর্ষে রয়েছেন মার্কিন টেনিস তারকা কোকো গফ, যিনি এ বছরে আনুমানিক ৩ কোটি ৪৪ লাখ ডলার (প্রায় ৪১২ কোটি ৬৬ লাখ টাকা) আয় করেছেন। তাঁর সাফল্যের মধ্যে রয়েছে চায়না ওপেন ও সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ডব্লিউটিএ ফাইনাল জয়। এছাড়া, তিনি ক্যারলস ডটার, ফ্যানাটিকস ও নেকেড জুসের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব চুক্তি করেছেন।

দ্বিতীয় স্থানে রয়েছেন পোলিশ টেনিস তারকা ইগা সিওনতেক, যিনি এ বছরে ২ কোটি ৩৮ লাখ ডলার উপার্জন করেছেন। মাঠের বাইরের আয়ে তিনি ল্যানকম ও লেগো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন।

তৃতীয় স্থানে আছেন চীনা বংশোদ্ভূত মার্কিন স্কিয়ার আইলিন গু, যিনি লুই ভুইতোঁ, টিফানি অ্যান্ড কোংসহ বিভিন্ন পশ্চিমা অভিজাত ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ। এ বছরে তাঁর আয় ২ কোটি ২১ লাখ ডলার।

চীনের টেনিস খেলোয়াড় সিনওয়েন ঝেং ২ কোটি ৬ লাখ ডলার আয় করে চতুর্থ স্থানে রয়েছেন। তিনি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছান এবং প্যারিস অলিম্পিকে একক বিভাগে সোনা জয় করেন।

বেলারুশের টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা ১ কোটি ৮৭ লাখ ডলার আয় করে পঞ্চম স্থানে রয়েছেন। তিনি অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনসহ আরও দুটি টুর্নামেন্ট জিতে ডব্লিউটিএ প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন।

জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা এবং ব্রিটিশ টেনিস খেলোয়াড় এমা রাদুকানু উভয়েই ১ কোটি ২৯ লাখ ডলার আয় করে যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছেন। নাওমি ওসাকা তাঁর প্রথম সন্তানের জন্মের পর এ বছরে খেলায় ফিরে আসেন, এবং এমা রাদুকানু ২০২১ সালে ইউএস ওপেন জয়ের পর থেকে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব করেছেন।

যুক্তরাষ্ট্রের গলফ খেলোয়াড় নেলি কোর্ডা ১ কোটি ২৫ লাখ ডলার আয় করে অষ্টম স্থানে রয়েছেন। তিনি এলপিজিএ ট্যুরে টানা পাঁচটি টুর্নামেন্ট জয় করেছেন।

মার্কিন টেনিস খেলোয়াড় ভেনাস উইলিয়ামস ১ কোটি ২১ লাখ ডলার আয় করে নবম স্থানে রয়েছেন। এ বছরে তিনি মাত্র দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং প্রতিটিতে প্রথম রাউন্ডেই পরাজিত হয়েছেন।

শৈল্পিক ব্যায়ামবিদ সিমোন বাইলস ১ কোটি ১২ লাখ ডলার আয় করে দশম স্থানে রয়েছেন। তিনি এ বছরে প্যারিসে তিনটি সোনা ও একটি রুপা জয় করেছেন।

এই তালিকা প্রমাণ করে যে, নারী ক্রীড়াবিদরা ক্রমশই তাদের পারিশ্রমিক বাড়িয়ে নিচ্ছেন এবং বিশ্বব্যাপী তাদের প্রভাব বৃদ্ধি পাচ্ছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত