২৩৩ বছরের ইতিহাসে প্রথম নারী

প্রকাশ : ২৫ জুন ২০২০, ২১:২০

জাগরণীয়া ডেস্ক

ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা ঐতিহ্যবাহী মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ২৩৩ বছরের ইতিহাসে এই প্রথম পেতে যাচ্ছে একজন নারী সভাপতিকে। সাবেক ইংলিশ নারী ক্রিকেট দলের অধিনায়ক ক্লারে কনর পেতে যাচ্ছেন দারুণ এই সম্মানটি। ২০২১ সালের ০১ অক্টোবর মর্যাদাপূর্ণ এই পদে আসীন হবেন তিনি।

এমসিসির বর্তমান সভাপতি কুমার সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হবেন কনর। ৪৩ বছর বয়সী কনর এ মুহূর্তে ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিসিব) নারী ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন।

এমসিসির সভাপতি হওয়ার সুখবর পেয়ে ক্লারে কনর বলেন, ‘এমসিসির পরবর্তী সভাপতি হতে পারায় সম্মানিত বোধ করছি।’

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত