অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন নারী ফুটবলের অধিনায়ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২০, ১৫:৫৭
মহামারি করোনা ভাইরাসের কারণে পুরো দেশ লকডাউন হয়েছে গেছে। এ কারণে সমস্যায় পড়েছে দেশের অসহায় দুস্থ খেটে খাওয়া মানুষেরা। দিন আনে দিন খান- এমন মানুষগুলো এখন অসহায়। অন্যের সাহায্য ছাড়া তাদের একদিনও চলে না। এমন মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। তাদের সাথে যুক্ত হলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।
আজ ১৮ এপ্রিল (শনিবার) সাবিনা খাতুন তার নিজ জেলা সাতক্ষীরায় ৭০ পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করেছেন।
সকালে প্রত্যেক পরিবারকে তিনি চাল, ছোলা, মুড়ি, তৈল ও আলু প্রদান করেছেন। কিছু গরীব অসহায় মানুষের তালিকা তৈরি করে ডেকেছিলেন এবং নিজ উদ্যোগে তাদের সহায়তা করেছেন।
এ বিষয়ে সাতক্ষীরা থেকে মুঠোফোনে দেশের নারী ফুটবলের সবচেয়ে বড় তারকা সাবিনা খাতুন বলেছেন, ‘কয়েকদিন ধরেই আমি দেখছিলাম আশপাশের কিছু মানুষ কষ্ট করছেন। তখন আমি নিজের থেকে একটা তালিকা তৈরি করে আজ (শনিবার) সকালে ডেকেছিলাম। আমি যতটুকু পেরেছি তাদের পাশে থাকার চেষ্টা করেছি।’
সাবিনা আরও বলেন, ‘আমার বিশ্বাস সমাজের বিত্তবান ও সামর্থ্যবানরা যদি তার আশপাশের মানুষগুলোকে দেখেন তাহলে কেউই না খেয়ে থাকবে না। আমাদের সবারই উচিত এই দুঃসময়ে অসহায়দের পাশে থাকা।’