বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনার বাড়িতে হামলা
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ১২:৫০
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2020/04/06/image-19998.jpg)
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। তুচ্ছ একটি ঘটনায় সাতক্ষীরায় তার নিজ বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সাবিনা খাতুন ও তার বোন সালমা খাতুন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ এপ্রিল (রবিবার) সন্ধ্যার দিকে প্রতিবেশিদের সঙ্গে তুচ্ছ ঘটনার জের ধরে এ হামলার ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, ‘শহরের জজকোর্ট সংলগ্ন সবুজবাগ এলাকায় জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাবিনা খাতুনের বাড়িতে তুচ্ছ ঘটনায় প্রতিবেশি ইমনের নেতৃত্বে অন্যরা হামলা চালায়। এতে সাবিনা ও তার বোন সালমা আহত হলে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছে। আসামিদের মধ্যে ইমন হোসেন ও লতা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
২৬ বছর বয়সী ফরোয়ার্ড সাবিনা বাংলাদেশের জার্সিতে ৩৭ ম্যাচে করেছেন ১৯ গোল। বর্তমানে তিনি ক্লাব পর্যায়ে খেলছেন বসুন্ধরা কিংসের হয়ে। এছাড়া ইন্ডিয়ান্স উইমেন লিগের ক্লাব সেথু এফসি’র হয়েও খেলেছেন সাবিনা।