হাবিবুল বাশার সুমনের মা আর নেই
প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ২৩:০৬
জাগরণীয়া ডেস্ক
পাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্কের সময়ে মারা গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনের মা রিজিয়া বেগম।
২৮ মার্চ (শনিবার) দুপুর ১টার কিছু সময় পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাবিবুল বাশারের মা।
করোনা আতঙ্কের মাঝেই অসুস্থ মাকে দেখতে বেশ কয়েকদিন আগে কুষ্টিয়ার নিজ বাড়ি গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক। মাকে দেখে বেশ কয়েকদিন পর আবার ঢাকায় ফিরে আসেন তিনি।
সেটাই ছিল মায়ের সঙ্গে বাশারের শেষ দেখা। বাবাকে হারিয়েছেন আগেই। মেজ ভাই সাবেক নামি ফুটবলার এবং ঢাকা মোহামেডানের এক সময়ের গোলরক্ষক একরামুল বাশার তুহিনও দুরারোগ্য ক্যান্সারে ভুগে মারা গেছেন কয়েক বছর আগে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাবিবুল বাশার সুমনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।