নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রথম দেখায় আশা জাগিয়েও হারল টাইগ্রেসরা
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩০
অস্ট্রেলিয়ার পর এবার নতুন প্রতিপক্ষ পেল বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষ হল নিউজিল্যান্ড। তবে প্রথম দেখাতেই চমকে দিয়েছিল বাঘিনীরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালি নিউজিল্যান্ডের বিপক্ষে আশা জাগিয়েও হেরেছে বাংলাদেশ নারী দল।
আজ ২৯ ফেব্রুয়ারি (শনিবার) সকালে মেলবোর্ন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ রানে হেরেছে বাঘিনীরা।
এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে মাত্র ৯১ রান করে সব উইকেট হারায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ওপেনার অধিনায়ক সোফি ডিভাইন ১২ রান, আরেক ওপেনার উইকেটরক্ষক র্যাচেল প্রিস্ট ২৫ রান, ওয়ানডাউনে নামা সুজি বেটস ১৫ রান, এবং মেড্ডি গ্রিন ১১ রান করেন। এছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।
টাইগ্রেসদের হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪টি উইকেট নেন রিতু মনি, ২.২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩টি উইকেট নেন অধিনায়ক সালমা খাতুন এবং ৪ ওভারে ১৭ রান দিয়ে ২টি উইকেট নেন রুমানা আহমেদ।
বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের ম্যাচে সবচেয়ে কম রানে ইনিংস শেষ করার রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। তাতেও লাভ হলো না। বাংলাদেশের ব্যাটারদেরও কঠিন পরীক্ষা নিয়েছে কিউইরা।
কিউইদের দেওয়া মাত্র ৯২ রানের জবাবে খেলতে নেমে ১৯.৫ ওভারে মাত্র ৭৪ রান তুলে সব ইউকেট হারায় বাংলাদেশ। জয়ের আশা নিয়ে ব্যাট করতে নেমে ১৭ রানে হেরে যায় সালমা খাতুনরা। আর এতেই গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেল।
দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন উইকেটরক্ষক নিগার সুলতানা জোতি, অধিনায়ক মুর্শিদা খাতুন ১১ রান এবং রিতু মনি করেন ১০ রান। এছাড়া দুই অঙ্কের ঘরে আর কেউ পৌঁছাতে পারেনি।
কিউইদের হয়ে লিঘ কেসপেরেক ও হেইলি জেনসেন ৩টি করে এবং এ্যামেলিয়া কের ও সোফি ডিভাইন ১টি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন হেইলি জেনসেন।