বাঘিনীদের ১৯০ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৭
অস্ট্রেলিয়ার মাটিতে আগে কখনও খেলেনি বাংলাদেশ নারী দল। বিশ্বকাপ খেলেতেই এই প্রথম অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯০ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ নারী দল।
আজ ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ক্যানবেরায় অজিদের মুখোমুখি হয়েছে বাঘিনীরা।
এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ান অধিনায়ক মেঘ ল্যাননিং। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮৯ রান সগ্রহ করে অস্ট্রেলিয়া।
দলের হয়ে শুরুটাই ভালো করে অজিরা। সর্বোচ্চ ৫৩ বলে ১০ চার ৩ ছক্কায় ৮৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে সালমা খাতুনের বলে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার উইকেটরক্ষক অ্যাসলে হিলি। এরপর ৫৮ বলে ৯ চারে ৮১ রান করেন আরেক ওপেনার বেথ মানি এবং ৯ বলে ৩ চার ১ ছক্কায় ২২ রান করেন ওয়ানডাউনে নামা অ্যাশলেই গার্ডনার। দুজনেই অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে শুধু মাত্র অধিনায়ক সালমা খাতুন উইকেটটি নেন।
অজিদের দেওয়া ১৯০ রানের জবাবে ব্যাট হাতে মাঠে নামবে টাইগ্রেসরা।