নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশকে ১৪৩ রানের টার্গেট দিল ভারত

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৮

জাগরণীয়া ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছ থেকে ১৪২ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ নারী দল।

আজ ২৪ ফেব্রুয়ারি (সোমবার) পার্থে ভারতের মুখোমুখি হয়েছে বাঘিনীরা।

এদিন টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারতেক ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করেছে ভারত নারী দল।

দলের হয়ে ১৭ বলে ২ চার ৪ ছক্কায় ৩৯ রান করে পান্না ঘোষের বলে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনিংয়ে দুর্দান্ত খেলা শাফালি ভার্মা। তার আগে ২ রান করে সালমা খাতুনের বলে স্ট্যাম্পিং হয়ে ফেরন আরেক ওপেনার তানিয়া ভাটিয়া।

পরে ৩৭ বলে ২ চার ১ ছক্কায় ৩৪ রান করে রান আউট হয়ে ফেরেন ওয়ানডাউনে নামা জেমিমা রদ্রিগেজ। এরপর অধিনায়ক হরমন প্রিতকে ৮ রানে ফেরান পান্না ঘোষ। পরে রিচা ঘোষকে ১৪ রানে ফেরা সালমা খাতুন। তারপরেই ১১ রান করে রান আউট হয়ে ফেরেন দিপ্তি শর্মা। এরপর ভেদা কৃষ্ণামুর্তি ২০ রান এবং শিখা পান্ডে ৭ রান করে অপরাজিত থাকেন।

টাইগ্রেসদের হয়ে অধিনায়ক সালমা খাতুন ও পান্না ঘোষ ২টি করে উইকেট নেন।

ভারতের দেওয়া ১৪৩ রানের জবাবে ব্যাট করতে নামবে বাঘিনীরা।

বাংলাদেশ নারী দল:
মুর্শিদা খাতুন, শামীমা সুলতানা, সানজিদা ইসলাম, নিগার সুলতানা (উইকেটরক্ষক), ফারজানা হক, রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), ফাহিমা খাতুন, জাহানারা আলম, পান্না ঘোষ, নাহিদা আক্তার।

বেঞ্চ: রিতু মনি, আয়শা রহমান, খাদিজাতুল কুবরা, সোবাহানা মোস্তারি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত