হাসপাতাল ছেড়েছেন স্বর্ণজয়ী মারজান
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৮:১৯
এসএ গেমসের কারাতে মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজি ইভেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে আজ গুরুতর আহত হন গতকালের স্বর্ণ জয়ী মারজান আক্তার পিয়া। মারজানকে হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করেন চিকিৎসকরা। তবে সিটি স্ক্যানে গুরুতর কিছু ধরা না পড়ায় চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন এই স্বর্ণজয়ী মারজান।
বুধবার (৪ ডিসেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে দলগত ইভেন্টে খেলতে নেমে ঘাড়ের পেছনে আঘাত পান মারজান। ম্যাটের ওপর কিছুক্ষণ বসে থেকে মারজান ম্যাচে ফেরার চেষ্টা করলেও উঠে দাঁড়াতে পারেননি।
পরে গেমসের মেডিকেল বিভাগ তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে পাঠিয়ে দেন। কাঠমান্ডুর ব্লু ক্রস হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে মারজানের সিটি স্ক্যান করানো হয়েছে। সেখানে তেমন গুরুতর কিছু ধরা পড়েনি।
ওই হাসপাতালের জরুরী বিভাগে অর্থো সার্জন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রাজ্জ্বল মানে চিকিৎসা শেষে জানিয়েছেন, সব রিপোর্ট স্বাভাবিক। কোনো সমস্যা নেই। তবে তাকে আপাতত সাত-আট দিন বিশ্রামে থাকতে হবে বলে জানা গেছে।
গতকাল এসএ গেমসের কারাতে মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজিতে জিতে বাংলাদেশকে স্বর্ণ পদক উপহার দিয়েছিলেন মারজান আক্তার পিয়া। এর আগে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন।