জয় দিয়েই এসএ গেমস শুরু করল টাইগ্রেসরা

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৬:০৬

জাগরণীয়া ডেস্ক

সাউথ এশিয়ান (এসএ) গেমসে নারী ক্রিকেট ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এবারের ১৩তম আসর জয় দিয়ে শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পোখারায় শ্রীলঙ্কাকে হারিয়ে ৭ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।

এদিন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে লঙ্কানরা। দলের হয়ে ওপেনার উমেষা থিমাসিনি ৪৯ বলে ৫টি চার আর চারটি ছক্কায় করেন ৫৬ রান। তিন নম্বরে নামা দলপতি হার্শিথা মাধবী ৩০ বলে করেন ৩৩ রান। ১২ রান আসে সন্দীপানির ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে নাহিদা নিয়েছে ৪টি উইকেট এবং ১টি উইকেট নিয়েছেন জাহানারা।

১২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের হয়ে ওপেনার মুর্শিদা খাতুন ৮ রান করে আউট হন। এরপর ৩৫ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯ রান আউট হন আরেক ওপেনার আয়েশা রহমান।
বেশিক্ষণ টিকতে পারেননি নিগার সুলতানা। মাত্র ৬ রানেই বিদায় নেন তিনি।

এরপর দলকে জয়ের পথে নেন সানজিদা-ফারজানা হক। এই জুটিতে আসে অবিচ্ছিন্ন আরও ৩৯ রান। ফারজানা ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। আর ৪৫ বলে ৮টি বাউন্ডারিতে সর্বোচ্চ ৫১ রান করে অপরাজিত থাকেন সানজিদা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত