নারী ফুটবলারের মধ্যে ব্যালন ডি’অর জিতলেন রাপিনো
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৪
জাগরণীয়া ডেস্ক
পুরুষ ফুটবলারদের মধ্যে রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে এবার নারী ফুটবলারের মধ্যে ব্যালন ডি’অরের মত সেরা পুরস্কারটি জিতলেন যুক্তরাষ্ট্রের মেগান রাপিনো। ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ ও আরেক মার্কিন নারী অ্যালেক্স মরগানকে পেছনে ফেলে এবারের বর্ষসেরা হন রাপিনো।
ফ্রান্সের রাজধানী প্যারিসে এক জাঁকালো অনুষ্ঠানে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। যদিও তিনি এই মঞ্চে উপস্থিত ছিলেন না। তবে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফ্রান্সে অনুষ্ঠিত ২০১৯ নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে শিরোপা জেতাতে দারুণভাবে সহায়তা করেন রাপিনো। আসরটিতে দুর্দান্ত খেলে তিনি গোল্ডেন বল ও গোল্ডেন শু জেতেন।
রাপিনো এর আগে ফিফা দ্য বেস্ট নারী ফুটবলারের পুরস্কারও জেতেন।