রেকর্ডের পথে সেরেনা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩২
আর একটি গ্র্যান্ড স্ল্যামের মালিক হলেই সাবেক অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেলার রেকর্ড করবেন টেনিসের মার্কিন কৃষ্ণকলি সেরেনা উইলিয়ামস।
২০১৭ সালে সন্তান জন্মদানের পর আর একটিও গ্র্যান্ড স্ল্যাম জেতেননি সাবেক নাম্বার ওয়ান সেরেনা। বর্তমানে ইউএস ওপেনের সেমিফাইনালে ইউক্রেনের এলিনা সিভিতোলিনাকে হারিয়ে এবারও ফাইনালে পৌঁছেছেন ৩৭ বছর বয়সী সেরেনা। গতবছরও একই রেকর্ড করার পথে ছিলেন তিনি। সেবার জাপানের নাওমি ওসাকার কাছে হেরে হাতছাড়া হয়ে যায় রেকর্ড। এবারও সেই একই রেকর্ডের হাতছানি। আগামী ৭ সেপ্টেম্বর নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোসে অনুষ্ঠিতব্য ফাইনালে ১৯ বছর বয়সী কানাডিয়ান সেনসেশন বিয়াঙ্কা আন্দ্রেস্কুর মুখোমুখি হতে যাচ্ছেন ২৩ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা।
নারী এককে এখন পযর্ন্ত সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে শীর্ষে আছেন সাবেক অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্ট। উন্মুক্ত যুগে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতে দ্বিতীয় স্থানে আছেন সেরেনা।