ইনজুরি কাঁদালো সেরেনাকে
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৯, ১৩:৩৩
২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা উইলিয়ামসকে কাঁদিয়ে ছাড়লো পিঠের ইনজুরি। পিঠের ব্যথার কারণে রজার্স কাপের ফাইনাল ম্যাচ পুরোটা খেলতেই পারলেন না। ইনজুরির কাছে হার মেনে বিজয়ীর পদ ছেড়ে দিলেন প্রতিপক্ষ বিয়াঙ্কা আন্দ্রেস এ জন্য।
১১ আগস্ট (রবিবার) রাতে রজার্স কাপের ফাইনালে শুরুটা তেমন ভালো হয়নি সেরেনার। প্রথম সেটের ৪ গেমে ৩-১ ব্যবধানে এগিয়েছিলেন কানাডিয়ান তরুণী বিয়াঙ্কাই। তবু তিন সেটের ম্যাচ হওয়ায় সম্ভাবনা জিইয়ে রেখেছিলেন সেরেনা। কিন্তু বাধ সাধলো ইনজুরি। হঠাৎ করেই পুরনো পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় চার গেম শেষেই ম্যাচ থেকে সরে দাঁড়ান সেরেনা। ইনজুরির কাছে হার মেনে সাইডলাইনে কান্নায় ভেঙে পড়েন তিনি।
সেরেনার এ কান্না ছুঁয়ে যায় প্রতিপক্ষ বিয়াঙ্কাকেও। সান্ত্বনা দিতে এগিয়ে যান তিনি।
পরে ইনজুরির ব্যাপারে সেরেনা বলেন, "আমার পুরো পিঠ জমে আছে। একসময় মনে হচ্ছিল যে আমি নড়তেও পারছিলাম না। এভাবে ম্যাচ থেকে সরে যাওয়া আসলেই খুব হতাশার"।