ফ্রেঞ্চ ওপেন: দ্বিতীয় রাউন্ডে ওসাকা ও হ্যালেপ
প্রকাশ : ২৯ মে ২০১৯, ১২:৩৯
জাগরণীয়া ডেস্ক
ফ্রেঞ্চ ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ওয়ার্ল্ড নাম্বার ওয়ান টেনিস তারকা নাওমি ওসাকা ও সিমোনা হ্যালেপ।
প্রথম রাউন্ডের লড়াইয়ে স্লোভাকিয়ার আনা শ্মিতলোভাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন বর্তমানে র্যাংকিংয়ের শীর্ষ তারকা নাওমি ওসাকা। প্রথম সেটে ৬-০ গেমে হেরে গিয়েও পরবর্তী রাউন্ডে ৭-৬ গেমে জয় নিয়ে সমতায় ফেরেন ওসাকা। আর তৃতীয় সেটে ৬-১ গেমে জয় নিয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন তিনি।
এদিকে, টমি আনাভিচকে হারিয়েছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সিমোনা হ্যালেপ। প্রথম সেটে ৬-২ গেমে লিড নিয়েও দ্বিতীয় সেটে হেরে যান ৬-৩ গেমে। আর শেষ রাউন্ডের লড়াইয়ে ৬-১ গেমে জয় তুলে নেন সিমোনা হ্যালেপ।