আমিরাতকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৯, ১৬:৫৯

জাগরণীয়া ডেস্ক

‘বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ-২০১৯’ প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে সফরকারী আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশের বাঘিনীরা।

২২ এপ্রিল (সোমবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয় আন্তর্জাতিক এই টুর্নামেন্ট। 

শুরু থেকেই আমিরাতের মেয়েদের উপর আক্রমণাত্মক হয়ে উঠে বাংলাদেশের কৃষ্ণা-মৌসুমীরা। গোল পেতে তাই তেমন বেগও পেতে হয়নি।  ডি-বক্সে ঢোকা বলকে ম্যাচের ১২ মিনিটের মাথায় সিরাত জাহান স্বপ্নার কৌশলী কিকে ১-০ গোলে লিড নেয় বাংলাদেশ। ম্যাচের ১৭ মিনিটের মাথায় শামসুন্নাহার গোলবারে শট নিলে গোলের দেখা পায়নি রব্বানির শিষ্যরা। ৩০ মিনিটের মাথায় দলের জন্য শামসুন্নাহার বল তৈরি করে কৃষ্ণাকে এগিয়ে দিলে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর বেশ কয়েকটি সুযোগ নিলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ।

এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ-২০১৯’। ছয় দলের এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে লড়াই করবে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস। আমিরাতের পর ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী কিরগিজস্তান।

আগামী ৩ মে আন্তর্জাতিক এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত