বাংলাদেশকে শুভেচ্ছা লা লিগা ও বার্সেলোনার

প্রকাশ : ২৬ মার্চ ২০১৯, ১৫:৩২

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ফুটবল বিশ্বের জনপ্রিয় দুই প্রতিষ্ঠান লা লিগা ও বার্সেলোনা কর্তৃপক্ষ। পাশাপাশি স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন দেশের ক্রিকেট তারকারাও।

ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এই দুই ফুটবল জায়ান্ট। একপাশে স্বাধীনতা দিবস ও অপরপাশে বাংলাদেশের পতাকা এবং নিচে লোগো রেখে শুভেচ্ছা জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। অপরদিকে বার্সেলোনার জার্সি পড়া মেসি-সুয়ারেজের সেলিব্রেশনের একটি ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ।  বাংলাদেশের দর্শক-সমর্থকদের মধ্যে ভীষণ সাড়া ফেলেছে তাদের এ উদ্যোগ। বেলা দুইটা পর্যন্ত লা লিগার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ৩৯ হাজার আর বার্সার পোস্টে ৫৭ হাজার ফেসবুক ব্যবহারকারী।

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ও সাংসদ মাশরাফি বিন মুর্তজা ১৯৭১ সালে আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে বিশেষ বার্তা দিয়েছেন, ‘সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’ 

আইপিএলে ব্যস্ত সাকিব আল হাসান মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এভাবে, ‘স্বাধীনতার ৪৯তম বছরে আমি সালাম জানাই তাঁদের, যারা আমাদের মাতৃভূমির জন্য দিয়েছেন প্রাণ। তাঁদের আত্মত্যাগের গল্পগুলো দিয়ে গাঁথা আমাদের এই মহান পতাকা। সেই গল্পগুলো অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায় এবং লাখো বাঙালির হৃদয়ে। যে দেশ নিয়ে আমরা গর্ব করি, সে দেশটিকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য আমরা তাঁদের প্রতি আজন্ম ঋণী থাকব। আসুন, আমরা আমাদের কাজ দিয়ে সেই মহান পতাকার মর্যাদা অক্ষুণ্ন রাখি। সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত