নিষেধাজ্ঞা শেষে স্বমহিমায় সুকন্যা
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৬, ২০:১৩
২০১১ সালে ডোপ কেলেঙ্কারিতে পড়ে নিষিদ্ধ হয়েছিলেন দুই বছরের জন্য। 'ক্লাবের কারসাজি'তে নিজের অজান্তে ডোপ নিয়ে নিষিদ্ধ হলেও থেমে যাননি তিনি। নিজেকে প্রস্তুত করেছেন লড়াই এর জন্য। অবশেষে রিও অলিম্পিকে সুকন্যা স্রিসুরাত ফিরে এসেছেন স্বমহিমায় স্বর্ণপদক জয় করে।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সুকন্যাই রিও অলিম্পিকে থাইল্যান্ডকে এনে দিয়েছেন ভারোত্তোলনের দ্বিতীয় সোনার পদক। গেমসের তৃতীয় দিনে মেয়েদের ৫৮ কেজি ওজনশ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২৪০ কেজি তুলে সেরা হয়েছেন সুকন্যা। স্ন্যাচে ১১০ ও ক্লিন অ্যান্ড জার্কে ১৩০ কেজি তুলেন ২১ বছর বয়সী এই ভারোত্তোলক।
এই ইভেন্টে ২৩২ কেজি তুলে দ্বিতীয় হয়েছেন থাইল্যান্ডেরই সিরিকায়েউ পিমসিরি।
রিও জয়ের পর নিজের এই জয়ের পেছনের গল্প বলতে গিয়ে সুকন্যা বলেন, “কারণ আমি হাল ছেড়ে দেইনি।”
উল্লেখ্য, রিওতে থাইল্যান্ডকে ভারোত্তোলন থেকে প্রথম সোনাটি এনে দেন সোপিতা তানাসান। গেমসের প্রথম দিনে ৪৮ কেজি ওজনশ্রেণিতে সেরা হন তিনি।