অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলকে মন্ত্রিসভার অভিনন্দন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৮, ১৭:৪৪

জাগরণীয়া ডেস্ক

ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় লাল-সবুজের নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

৮ অক্টোবর (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বৈঠকের শুরুতে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া মন্ত্রিসভা তাদের অভিনন্দন জ্ঞাপন করেছে।

গত ৭ সেপ্টেম্বর ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশের নারী খেলোয়াড়রা।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত