পদকবিহীন এশিয়ান গেমস, ফিরেছেন প্রতিনিধিরা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৯
জাগরণীয়া ডেস্ক
৩২ বছর পর এবারই প্রথম এশিয়ান গেমস থেকে পদকশূণ্য অবস্থায় দেশে ফিরেছেন বাংলাদেশ প্রতিনিধিরা।
১৯৮৬ সাল থেকে এশিয়ান গেমসের প্রতিটি আসরে কোনো না কোনো পদক এসেছে বাংলাদেশের ঘরে। কিন্তু এবারই ব্যতিক্রম।
বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসের ১৮তম আসরে ফুটবল, কাবাডি, হকি, শুটিং, সাঁতার, অ্যাথলেটিকস, ভারোত্তোলন, রেসলিং, বাস্কেটবল, ব্রিজ, গলফ, বিচ ভলিবল, রোইং ও আর্চারির ১৪টি ডিসিপ্লিনে ৮৬জন ছেলে ও ৩১জন মেয়ে অংশ নেয়।
দক্ষিণ কোরিয়ার কাছে হেরে এশিয়ান গেমসের হকিতে ষষ্ঠ হয়েছেন জিমি-চয়নরা। এটিই একমাত্র বলার মতো ফলাফল বাংলাদেশের। আর এই ম্যাচ দিয়েই নিজের আন্তর্জাতিক হকি ক্যারিয়াল শেষ করলেন বাংলাদেশ হকির অন্যতম তারকা মামুনুর রহমান চয়ন।