পর্দা উঠলো এশিয়ান গেমসের

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ২৩:১৭

জাগরণীয়া ডেস্ক

চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ১৮তম এশিয়ান গেমস যাত্রা শুরু করলো।

ইতিহাস রচনার এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা বহন করেন ভারোত্তলক মাবিয়া আক্তার সীমান্ত। অন্যদিকে, চিরশত্রু দুই প্রতিবেশি দেশ-নর্থ ও সাউথ কোরিয়া সব দূরত্ব ঘুচিয়ে একসঙ্গে একই পতাকার তলায় হাঁটে এদিন। যা সব দিক থেকে ঐতিহাসিক। দুই কোরিয়া একসঙ্গে মিলে অংশ নিচ্ছে নারীদের বাস্কেটবল, কেনোয়িং ও রোয়িংয়ে।

৪৫টি দেশের ১৭হাজার অ্যাথলেট এবারের এশিয়ান গেমসে অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে হাঁটেন ৬ হাজার অ্যাথলেট। আর এবারের আসরে ৮৬ জন পুরুষ ও ৩১ জন নারী সহ ১৪টি ডিসিপ্লিনে বাংলাদেশ থেকে মোট ১১৭ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফরমাররা ফুটিয়ে তোলেন ইন্দোনেশিয়ার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য। দ্বীপ, পাহাড়, সমুদ্র, আদিবাসীদের জীবন, সংস্কৃতি—সব এমনভাবে উঠে আসে যেন মনে হয় পুরো দেশের ইতিহাস-ভুগোলটা মাঠে ধরা দিয়েছে। ইন্দোনেশিয়ার বিখ্যাত গায়িকা আনগুন, রাইসা, তুলুস, কনডোলোগিটরা। সঙ্গীচ পরিচালক আডি এমএস ও রোনাল্ড ইউনার্ডি মঞ্চ মাতান।

উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ইন্দোনেশিয়া খরচ করে ৩৫ মিলিয়ন ডলার। সমাপ্তি অনুষ্ঠানের জন্য তোলা আছে আরো ২০ মিলিয়ন। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত