সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ নারী দল

প্রকাশ : ১০ মে ২০১৮, ১৮:৩০

জাগরণীয়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ান্ডে সিরিজের তিন ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে সফরকারী বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই ম্যাচ হাতে থাকতেই সিরিজ জিতেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

০৯ মে (বুধবার) তৃতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে অতিথিরা।

কিম্বার্লিতে বরং আগের দুই ম্যাচের চেয়ে আরও বেশি লজ্জার হার হজম করতে হয়েছে রুমানা আহমেদের দলকে। মাত্র ৭১ রানেই গুটিয়েছে বাংলাদেশের নারী দল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র এক উইকেট হারিয়েই ১৪.২ ওভারেই নয় উইকেটের বড় জয়ে প্রোটিয়া নারীরা পকেটে পুরে নেয় সিরিজ।

ডায়মন্ড ওভালে টসে হেরে ব্যাট করতে নেমেই বাংলাদেশি ব্যাটসম্যানরা পড়েন স্বাগতিক বোলারদের তোপের মুখে। এক নিগার সুলতানা (৩৩ রান) ছাড়া আর কেউ পারেননি দাঁড়াতেই। দলের নয়জন খেলোয়াড়ই পার করতে পারেননি এক অঙ্কের ঘর। প্রোটিয়া পেসার আয়াবোঙ্গা খাকা তুলে নেন তিন উইকেট।

জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান আন্দ্রি স্টেইনকে (১২ রান) হারালেও আরেক উদ্বোধনী ব্যাটসম্যান লিজেল লি (৪৪*) খেলেছেন দায়িত্ব নিয়ে। তৃষা চেটিকে (১৫*) সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে ভিড়িয়েই মাঠ ছাড়েন ম্যাচের সেরা খেলোয়াড় লি।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত