২০০ মিটার স্প্রিন্টে বেহাল দশা শিরিনের

প্রকাশ : ১০ এপ্রিল ২০১৮, ১৮:১৫

জাগরণীয়া ডেস্ক

কমনওয়েলথ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে ভালো করতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে ৪১ জনের মধ্যে হয়েছিলেন ৩৮তম। 

এবার ২০০ মিটার স্প্রিন্টে আরও বেহাল দশা এই অ্যাথলেটের। দেশের মাটিতে দাপিয়ে বেড়ানো এই তারকা ৩৬ জনের মধ্যে সবার শেষে দৌড় শেষ করেছেন! ২০০ মিটারে হয়েছেন ৩৬তম! তাতে তার সময় লেগেছে ২৬.১৭ সেকেন্ড।

এদিকে বেলমন্টের শুটিং সেন্টারেও নেই কোনও সুখবর। ছেলেদের ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে বাছাইপর্ব পার হতে পারেননি শোভন চৌধুরী। ৬০৪.৫ স্কোর করে হয়েছেন ২০ তম।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত