এবার ৮-১ গোলে ইরানকে ধরাশায়ী করলো বাংলার বাঘিনীরা

প্রকাশ : ৩১ মার্চ ২০১৮, ১৬:০৫

জাগরণীয়া ডেস্ক

মালয়েশিয়ার পর এবার ইরানকেও কুপোকাত করলো বাংলার দামাল কিশোরীরা। হংকংয়ে জকি ক্লাব নারী ফুটবল প্রতিযোগিতায় এবার ইরানের বিপক্ষে ৮-১ ব্যবধানে এগিয়ে মাঠ দাপিয়ে বেড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।

চার জাতির টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে দর্শকরা ঠিকমত আসন নেয়ার আগেই গোলের সূচনা করেন তহুরা খাতুন। ১ম মিনিটেই উড়ন্ত সূচনা করা তহুরা ২৯ মিনিটের মাথায় ৩ টি গোল করে হ্যাটট্রিক করেন, দলের স্কোরও তখন ৩-০। বিরতির আগ পর্যন্ত ৫-০ ব্যবধান নেয় বাংলাদেশ। বিরতির পূর্বে ১ টি গোল করলেও ৬৭ মিনিট পর্যন্ত ৩ টি গোল করে হ্যাটট্রিক করেন অদম্য শামসুন্নাহার। দলের জন্য দুটি গোল করে হ্যাটট্রিকের পথে পা বাড়িয়েছিলেন অ্যানি মগিনিও। কিন্তু আর গোলের দেখা পাননি। শেষ মুহুর্তে ১ টি গোলের দেখা পায় ইরান।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১০-১ গোলের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে রীতিমত উৎসবে মেতেছিল বাংলাদেশের কিশোরীরা। আগামি ১ এপ্রিল স্বাগতিক হংকং এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত