কমলগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
প্রকাশ : ০৩ মে ২০১৭, ১৫:১১
“উন্নত আগামির জন্য বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষে এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।
২ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এ মেলার উদ্বোধন করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার (লিলি), ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৬টি স্টল তাদের উদ্ভাবন নিয়ে অংশগ্রহণ করে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক জানান, এটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার একটি অংশ। কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে এ মেলায় ব্যাপক সাড়া পড়ায় দ্বিতীয় দিন বুধবার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত হবে। মেলা উপজেলা ১২ উচ্চ বিদ্যালয় ও ২টি কলেজ অংশগ্রহণ করে।