স্তন ক্যান্সারের সচেতনতা বাড়াতে মোবাইল অ্যাপ চালু

প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৬, ১৮:০৬

জাগরণীয়া ডেস্ক

সারাবিশ্বে অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পরিগণিত। সম্প্রতি স্তন ক্যান্সারের সচেতনতা বাড়াতে কালারস এফএম ১০১.৬ চেকমেট নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে।

এখন যেকোন অ্যান্ড্রয়েড মোবাইলের গুগল প্লে-স্টোরে 'চেকমেট ব্রেস্ট ক্যান্সার' (CheckMate Breast Cancer) লিখে সার্চ করেই ডাউনলোড করতে পারবেন এই অ্যাপটি।

"স্তন ক্যান্সার" পৃথিবীর সব দেশের নারীর জন্য একটি নীরব ঘাতক। বাংলাদেশে এখনও অনেক মানুষই স্তন ক্যান্সার নিয়ে সহজ ভাবে কথা বলতে পারেন না, ডাক্তার দেখাতেও লজ্জাবোধ করেন। তাই এই অ্যাপটির সাহায্যে নারীরা ঘরে বসেই স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সম্পর্কে জানতে পারবেন এবং এর মাধ্যমে নিজেই নিজের স্তন পরীক্ষা করতে পারবেন। কেননা স্তন ক্যান্সারের লক্ষণগুলো যত দ্রুত ধরা পরবে ততই মঙ্গল।   

বিশেষজ্ঞরা মনে করেন, একজন নারীর ত্রিশ বছরের বেশি বয়স হলে নিয়মিত নিজ নিজ স্তন পরীক্ষা করা উচিৎ। সব নারীদের প্রতিমাসে নিয়ম করে একবার সেলফ্ এক্সমিন করা এবং কোন লক্ষণ ধরা পড়লে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিৎ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত