সাবান দিয়ে ধোয়া যাবে ফোন (ভিডিও)

প্রকাশ : ২৮ মে ২০১৬, ১৯:২৭

জাগরণীয়া ডেস্ক

বাজারে পানি নিরোধক ফোনের সন্ধান আকছার মেলে। কিন্তু থালা-বাসনের মত সাবান দিয়ে ধোয়া যায় এমন ফোনের খবর কি কেউ শুনেছে? মনে হয় শোনেনি। বাজারে আসলো এমন একটি ফোন যেটি সাবান দিয়ে ধোয়া যাবে। বাথটাবে গোসল করতে করতে ফোনটি দিয়ে মনের আনন্দে কথাও বলা যাবে। এই ফোনটি তৈরি করেছে কোয়েসিরা নামের একটি জাপানী প্রতিষ্ঠান। ফোনটির নাম ডিগনো রাফরি। এটিই পৃথবীর প্রথম সোপ প্রুফ স্মার্টফোন। 

এই ফোনটিকে পানি নিরোধক, ধূলোবালি নিরোধক করে তৈরি করা হয়েছে। ফোনের ব্যাকটেরিয়া দূর করতে ফোনটিকে সাবান দিয়ে ধোয়া যাবে। 

ফোনটির কভারে প্ল্যাস্টিক ব্যবহার করা হয়েছে। হাত থেকে ফোনটি পরে গেলেও সমস্যা নেই। সহজেই এটি ভাঙ্গবে না। 

এতে স্মার্ট সনিক রিসিভার রয়েছে। এই প্রযুক্তিতে স্পিকার ছাড়াই অডিও শোনা যাবে। 

এই ফোনটির উৎপাদনকারী প্রতিষ্ঠান কোয়েসিরা জানিয়েছে, তারা এই ফোনটি মা এবং তার ছোট্ট শিশুর উপযোগী করে তৈরি করেছে।

ফোনটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড ৫.১ ললিপপ। এতে আছে ৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০ পিক্সেল। ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। এটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। 

ফোনটি জাপানের বাজারে পাওয়া যাচ্ছে। ফোনটির মূল্য ৪৬৫ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় ফোনটির মূল্য দাঁড়ায় ৩৬ হাজার ৭১৭ টাকা।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত