৭ হাজার টাকায় পানি নিরোধক ফোন

প্রকাশ : ২৬ মে ২০১৬, ০০:৪৯

জাগরণীয়া ডেস্ক

পানি নিরোধক হিসেবে বাজারে যেসব ফোন পাওয়া যায় তার অধিকাংশই পানি নিরোধক নয়। পানির নিচে এসব ফোন খুব বেশিক্ষণ সচল থাকে না। এই সমস্যার সমাধানে সম্পূর্ণ পানি নিরোধক ফোন আনলো চীনের কায়োসিরা। ফোনটির মডেল কায়োসিরা হাইড্রো এয়ার। বাজারে অন্যসব পানি নিরোধক ফোনের চেয়ে এটির দামও তুলনামূলকভাবে অনেক কম। 

ফোনটির উৎপাদনকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এই ফোনটি গভীর পানিতে প্রায় ৩০ মিনিট পর্যন্ত সচল থাকতে পারে। 

ফোনটি ইতোমধ্যে মিলিটারির পরীক্ষায় উতরে গেছে। এটি মিলিটারি স্ট্যান্ডার্ড ৮১০ গ্রেডের ফোন হিসেবে সনদ পেয়েছে। 

ফোনটিতে আছে ৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৫৪০*৯৬০ পিক্সেল। ফোনটিতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট, ১.২ গিগাহার্টরেজ কোয়াডকোর প্রসেসর। র‌্যাম ১ জিবি। বিল্টইন মেমোরি ৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে। 

ফোনটিতে ফোরজি এলটিই নেটওয়ার্ক সমর্থন করে। এটির ব্যাটারি ২৩০০ মিলিঅ্যাম্পায়ারের। 

হাইড্রো এয়ার ফোনটির রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ফ্রন্টে আছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি অ্যানড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম চালিত। 

পানি নিরোধক এই ফোনটির মূল্য মাত্র ১০০ ডলার। ভ্যাট ও ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ৭৭৯৫ টাকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত