ফোর্ডের সঙ্গে জোট বেঁধেছে গুগল

প্রকাশ : ২৮ মে ২০১৬, ১৬:০৯

জাগরণীয়া ডেস্ক

গুগলের স্বয়ংচালিত গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রে কম কাহিনি রটলো না। সড়কে বেশ কয়েকবার দুর্ঘটনায় পতিত হয়ে দুর্নাম কুড়িয়েছে এই গাড়ি। এবার বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের কাছে স্বয়ংচালিত তৈরির ব্যাপারে সহযোগিতা চেয়েছে গুগল। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অটোমোটিভ নিউজ। ইন্টারনেট দ্বারা নিয়ন্ত্রিত স্বয়ংচালিত গাড়ি নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলেও জানা গেছে। 

প্রতিবেদনে জানানো হয়েছে, যদি ফোর্ডের সাথে গাড়ি নির্মাণ চুক্তি সম্পন্ন হয়, তাহলে আশা করা যায় স্বনিয়ন্ত্রিত গাড়িটি জানুয়ারি মাসে লাস ভেগাসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনজ্যুমার ইলেকট্রনিক শোতে প্রদর্শিত হবে। 

গুগলের মূখপাত্র এক বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি । যদিও গুগল স্বয়ংচালিত গাড়ি তৈরির ব্যাপারে কথা হয়েছে বলে নিশ্চিত করেছে। 

গত বছরে গুগল বিশ্বের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাথে স্বয়ংচালিত গাড়ি নির্মাণের ব্যাপারে আলোচনা করেছে। ২০২০ সালে স্বয়ংচালিত গাড়ি অটো মোবাইল বাজারে আনার জন্য ট্রেডিশনাল ও নন ট্রেডিশনাল দল সমন্বয় করে দ্রুত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত