অ্যান্ড্রয়েড ফোন চুরি ঠেকাতে গুগলের নতুন ফিচার

প্রকাশ : ২৫ মে ২০১৬, ২০:৪৯

জাগরণীয়া ডেস্ক

ললিপপের নতুন সংস্করণ ললিপপ ৫.১। ললিপপ বাজারে আসার পর থেকে এটিই এখন সবচেয়ে আপডেট। এই আপডেটের একটি অন্যতম ফিচার হল ‘ডিভাইস প্রটেকশন’। এই ফিচারটি গ্রাহকদের অ্যান্ড্রয়েড ফোন চুরির হাত থেকে রক্ষা করবে। গুগল ললিপপের এই নতুন সংস্করণটি বাজারে ছেড়েছে।

জানা গেছে, গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেই কেবল ফিচারটির মাধ্যমে নিরাপদ রাখা যাবে অ্যান্ড্রয়েড ডিভাইস। এর মাধ্যমে ততক্ষণ পর্যন্তই ডিভাইস লকড অবস্থায় থাকবে যতক্ষণ না নির্দিষ্ট সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করা না হয়।

এক্ষেত্রে ফোনের ফ্যাক্টরি রিসেটেও কোন কাজ হবে না। বরং ফ্যাক্টরি রিসেট দেওয়া হলেও ফোন আনলক করতে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। আর ফোন আনলক করার ব্যর্থ চেষ্টা করা হলে ফোনটি আদতে ব্রিকড হয়ে পড়বে।

অ্যান্ড্রয়েড ফোন চুরির হাত থেকে রক্ষা করতে এমনই একটি ফিচার যুক্ত করেছিল অ্যাপল। আইওএস ৭ অপারেটিং সিস্টেমে যুক্ত করা ঐ ফিচারটির নাম ছিল ‘অ্যাক্টিভেশন লক’। সূত্রের খবর, ঐ ফিচার যুক্ত করার পর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ৪০ শতাংশ এবং নিউ ইয়র্কে ২৫ শতাংশ আইফোন চুরি বন্ধ করা সম্ভব হয়। এখন দেখার বিষয় নতুন এই ফিচার কতটুকু কার্যকর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত