রেটিনা ফোরকে প্রযুক্তিতে আইম্যাক

প্রকাশ : ২৫ মে ২০১৬, ২২:৩২

জাগরণীয়া ডেস্ক

২১.৫ ইঞ্চি আকারের রেটিনা ফোরকে প্রযুক্তির আইম্যাক ভারতীয় প্রযুক্তিপ্রেমীদের হাতের নাগালে এনেছে কোপার্টিনো প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। নতুন এই আইম্যাক কিনতে গুণতে হবে ১ লাখ ২৩ হাজার ৯০০ রুপি। অ্যাপল অনুমোদিত ভারতীয় রি-সেলাররা এটি বিক্রির সুযোগ পাচ্ছে।

কিন্তু চড়ামূল্যের এই পণ্যটি ভারতীয় প্রযুক্তিপ্রেমীদের কাছে সহজসাধ্য হবেনা বলে ধারণা করছে বাজার বিশ্লেষকরা।

এটি ৩.১ গিগাহার্জ কোয়াড কোর ইন্টেল কোর আই৫ প্রসেসর এবং ১ টিবি হার্ড ড্রাইভের মতো শক্তিশালী ফিচার নিয়ে এসেছে।

ভারতের বাজারে পণ্যটি ছাড়ার আগের প্রতিবেদনগুলোতে জানানো হয়েছিল প্রতিষ্ঠানের প্রচলিত ২১.৫ ইঞ্চি আকারের আইম্যাক আসছে ১.৬ গিগাহার্জ ডুয়্যাল কোর আই৫ প্রসেসর এবং ১ টিবি হার্ডড্রাইভ নিয়ে। 

নতুন আইম্যাকটি নিয়ে নির্মাতা প্রতিষ্ঠানের দাবি প্রচলিত মাপের আইম্যাকের রেজূলেশনের তুলনায় এতে ৪.৫ গুণ বেশী রেজ্যুলেশন দেয়া হয়েছে (৯.৪ মিলিয়ন বা ৯৪ লাখ পিক্সেল)। 

এছাড়া এর ৠাম ৮ জিবি এলপিডিডিআরথ্রি যা ১৬ জিবি পর্যন্ত আপগ্রেড করার যোগ্য। পাশাপাশি ১ টিবি হার্ড ডিস্কও ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী ২ টিবি থেকে ৩ টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবে।

উল্লেখ্য, এটি ‘এক্স ইএল ক্যা্প্টেন অপারেটিং সিস্টেমে’ চলবে সম্প্রতিকালে টেক জায়ান্ট ওএসটি উন্মুক্ত করে। পণ্যটির বান্ডেলে নতুন ম্যাজিক কিবোর্ড এবং ম্যাজিক মাউস ২ পাওয়া যাবে।

২১.৫ ইঞ্চির পাশাপাশি অ্যাপল নন-রেটিনা ভেরিয়েন্টে ২৭ ইঞ্চি ডিসপ্লেরি আইম্যাকও ছেড়েছে এখানে। এর বিশেষ ফিচার ৫কে ডিসপ্লে, এএমডি রেডিয়ন আর৯ গ্রাফিক্স কার্ড। আলাদা বৈচিত্রের এই ম্যাকের দুটি মডেলের দাম যথাক্রমে ১ লাখ ৪৮ হাজার ৯৯০ এবং ১ লাখ ৮৮ হাজার ৯০০ রুপি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত