মানুষের মনের খবর জানাবে রোবট
প্রকাশ : ২৫ মে ২০১৬, ২০:৪৪
মানুষের মনের লুকানো খবর অনায়াসেই জানিয়ে দিতে পারবে এমন একটি রোবট উদ্ভাবনের দাবি করছেন জীব বিজ্ঞানীরা। তারা এটির নাম দিয়েছেন ‘সাইকিক রোবট’।
রোবটটির উদ্ভাবকরা জানিয়েছেন, এই সাইকিক রোবটটি মানুষের মনের ইচ্ছার কথা বলে দিতে সক্ষম। এই রোবট মানবীয় অনুভূতিসম্পন্ন।
আলগরিদমের সহায়তায় সাইকিক রোবট তার মনিবের মনের ইচ্ছার কথা আগাম জানতে পারে। সে অনুযায়ী নিজেকে পরিচালিত করতে পারে।
সাইকিক রোবটের মালিক তার রোবটকে দিয়ে কি কাজ করাতে চান, তাও আগাম বুঝতে সক্ষম এই যন্ত্র মানব।
রোবটটির উদ্ভাবক জাস্টিন হোরোউইটজ বলেন, ‘এই রোবট মানুষের মনের খবর বুঝতে এক গাণিতিক আলগরিদমকে ব্যবহার করে। এই রোবট মানুষের নড়াচড়া কিংবা চলাফেরাকে
গুরুত্ব দেয় না। তাই মানুষ যখন কোন কাজ করার মাঝে নড়াচড়া থামিয়ে সেই কাজ করা বন্ধ করে দেয় তখন এই রোবটের পক্ষে পরবর্তী সঠিক পদক্ষেপ নিতে অসুবিধা হয় না। কারণ
এই রোবট মানুষের মনের মধ্যকার লুকানো ইচ্ছার খবর জানতে সক্ষম।’
জাস্টিন আরও বলেন, ‘বিভিন্ন প্রকার যন্ত্রের ডিজাইন করতে আমরা এই আলগরিদমকে ব্যবহার করতে পারি। যার সাহায্যে বিপথগামী গাড়ির গতিপথকে পুনরায় সঠিক জায়গায় আনা
যাবে এবং মাংসপেশীর খিঁচুনিজনিত কারণে সৃষ্ট স্ট্রোকের কবল থেকে রোগীকে বাঁচানো সম্ভবপর হবে’।
এই ধরনের রোবটের উদ্ভাবন সত্যি অবিশ্বাস্য। কেননা, এরা মানুষের মতো করেই অবিকলভাবে অনুকরণ করতে পারে। কোন ঘটনা ঘটলে মানুষ যেমনটি সাড়া দেয়, ঠিক তেমনই
সাড়া দিতে পারে এই রোবট।