ভুয়া সিম: ৭ দিনের মধ্যে অপারেটরদের জরিমানা
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৬, ২০:৩৪
বায়োমেট্রিক পদ্ধতিতে জালিয়াতি করে নিবন্ধিত করা ভুয়া সিম বাজারে পাওয়া গেলে অপারেটরদেরকে সিম প্রতি ৫০ ডলার জরিমানা গুনতে হবে, যা আগামী সাতদিনের মধ্যে কার্যকর করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বৃহস্পতিবার বিটিআরসি কার্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন পরবর্তী অবস্থা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তারানা হালিম বলেন, লাখ লাখ সিম অন্যের নামে নিবন্ধন করা, সে তথ্য ঠিক নয়, কয়েক হাজারের ঘরেও না। কিছু সামান্য যা আছে, গ্রাহকের অসচেতনতায় হয়েছে সেটাও বন্ধ করতে চাই। প্রতিটি অপারেটরকে আমরা ক্লোজলি মনিটর করছি, বাজারে অন্যের নামে অজান্তে বায়োমেট্রিক ভেরিফাই সিম পাওয়া গেলে অপারেটরদের ৫০ ডলার জরিমানা করার জন্য ইমিডিয়েটলি একটি চিঠি বিটিআরসি পাঠাবে।
প্রতিমন্ত্রী বলেন, সাতদিনের মধ্যে চিঠিটা অপারেটরদের কাছে চলে যাবে। যেসব অপারেটরদের এ ধরনের সিম পাওয়া গেছে, তাদের ৫০ ডলার করে জরিমানা দিতেই হবে।