আসছে হুয়াওয়ের নিজস্ব ম্যাপ সেবা ‘ম্যাপ কিট’

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ২২:৪৩

জাগরণীয়া ডেস্ক

গুগল ম্যাপ সেবাকে চ্যালেঞ্জ করে এবার নিজেদের ম্যাপিং সেবা চালু করতে যাচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে। চায়না ডেইলির বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, আগামী অক্টোবর থেকে ম্যাপিং ও নেভিগেশনের সব ধরণের ফিচার নিয়ে ম্যাপ কিট সেবা যুক্ত করতে যাচ্ছে হুয়াওয়ে। এই সেবায় থাকবে লেন পরিবর্তন শনাক্ত করার বিশেষ ফিচার যুক্ত হতে পারে। ৪০টি ভাষার সমর্থনযুক্ত নতুন ম্যাপে রিয়েল টাইম ট্রাফিক পরিস্থিতি দেখতে পাবেন ব্যবহারকারী। সেই সাথে ভ্রমনকে সহজ করার নানা টুল থাকবে এই সেবায়।

উল্লেখ্য, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর নির্ভরশীলতা কমাতে সম্প্রতি হারমোনি অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। এটি চীনে হংমেং নামে পরিচিত। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত