শিক্ষার্থীদের জন্য বাজারে এলো স্বল্পমূল্যের ল্যাপটপ

প্রকাশ : ১৪ আগস্ট ২০১৬, ১৯:৪৮

জাগরণীয়া ডেস্ক

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এবার দেশের বাজারে নিয়ে এসেছে আন্তর্জাতিক ব্যান্ড আসুসের স্বল্প মূল্যের ল্যাপটপ। প্রধানত শিক্ষার্থীদের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করেই আমদানি করা হয়েছে এই ল্যাপটপ। দামে সাশ্রয়ী হলেও কনফিগারেশনের দিক থেকে এটি উন্নত বলেই জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠান।

তবে শিক্ষার্থীদের কথা চিন্তা করে ল্যাপটপটি দেশের বাজারে আনা হলেও যে কেউ ক্রয় করতে পারবেন ল্যাপটপটি। দেশের গ্রাহকদের জন্য ল্যাপটপটি ১৯ হাজার নয়শত নিরাব্বই টাকা দাম রাখা হয়েছে। সাথে রয়েছে দুই বছরের বিক্রয়ত্তোর সেবাও।

ল্যাপটপটি প্রসঙ্গে গ্লোবাল ব্র্যান্ডের প্রধান জানিয়েছেন, ‘দেশের সব শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলের দেয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। এ লক্ষ্যে শিক্ষার্থীদের ক্রয় ক্ষমতার বিষয়টি মাথায় রেখে এটি দেশের বাজারে এনেছি। আশা করি ল্যাপটপটি শিক্ষার্থীদের পছন্দের হবে এবং দাম সাধ্যের মধ্যে হওয়ায় অনেকে ডিভাইসটি ক্রয়ে আগ্রহী হবেন।’

ইন্টেল সেলেরন ডুয়েল কোর প্রসেসরের ‘আসুস এক্স৪৫৩এসএ-এন৩০৫০’ মডেলের ল্যাপটপটিতে রয়েছে দুই জিবি ডিডিআর থ্রি গতির র‌্যাম ও ৫০০ জিবি হার্ডডিস্ক এবং ১৪ ইঞ্চির ফুল এইচডি এলইডি ডিসপ্লে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত