ফেসবুক-ইউটিউব-গুগলকে ভ্যাট নিবন্ধনের নির্দেশ

প্রকাশ : ২৭ জুন ২০১৯, ০৮:১৪

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশে ফেইসবুক, ইউটিউব ও অনুসন্ধান ইঞ্জিন গুগলকে ভ্যাট নিবন্ধনের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

২৬ জুন (বুধবার) এ বিষয়ে দিক-নির্দেশনা দিয়ে জারি করা সার্কুলার থেকে এ তথ্য জানা যায়। 

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ফেসবুক, টুইটার, ইউটিউব ও অনুসন্ধান ইঞ্জিন গুগলকে মূসক এজেন্ট নিয়োগ দিতে হবে। নিবন্ধন এসব প্রতিষ্ঠানের নামে হলেও মূসক এজেন্টরা ওইসব প্রতিষ্ঠানের (ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগল ইত্যাদি) হয়ে ব্যবসা পরিচালনা করবে।

এতে বলা হয়, আইন অনুযায়ী বেতার ও টেলিভিশনের মাধ্যমে সরবরাহকৃত সম্প্রচার সেবা এবং ফেইসবুক, গুগল, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার ও হোয়াট্সআপের মতো মাধ্যম ব্যবহার করে মেসেজ, ভয়েস ও বিজ্ঞাপনসহ যে কোনো সেবা সরবরাহকারী সকল অনাবাসী ব্যক্তি-প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর ও প্রযোজ্য ক্ষেত্রে সম্পূরক শুল্ক পরিশোধ করতে হবে। এবিষয়ে তথ্য সচিব ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী আসছে অর্থবছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। এই আইনের অধীনে করযোগ্য আমদানি ও করযোগ্য সরবরাহের উপর ১৫ শতাংশ হারে মূসক কাটা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত