এবার বাংলায় প্রশ্নোত্তরের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘কোরা’
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৯, ১৮:১৬
জাগরণীয়া ডেস্ক
এবার বাংলায় চালু হলো বিশ্বব্যাপী প্রশ্ন-উত্তর ও নানা আলোচনার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘কোরা’।
২০১৮ সালের ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে বাংলায় ‘কোরা’ চালু হয়। এরপর গত ১৬ জানুয়ারি বাংলা ভাষায় কোরা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এখন থেকে যে কেউ ‘কোরা’র বাংলা ভার্সনে গিয়ে ( bn.quora.com) যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন।
ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, জাপানিজ, বাংলাসহ পৃথিবীর ১৭টি ভাষায় ‘কোরা’ চালু আছে। এর মধ্যে দক্ষিণ এশিয়ার ভাষা রয়েছে ৫টি।
ফেসবুকের সাবেক প্রধান কারিগরি কর্মকর্তা অ্যাডাম ডি অ্যাঞ্জেলো ২০০৯ সালে ‘কোরা’ প্রতিষ্ঠা করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে ‘কোরা’র প্রধান কার্যালয়। বর্তমানে প্রতি মাসে ৩০ কোটির বেশি মানুষ ‘কোরা’ ব্যবহার করেন।