আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প

ঢাকার আকাশে মিলছে গ্রহের দেখা

প্রকাশ : ২৯ আগস্ট ২০১৮, ১৩:৪২

জাগরণীয়া ডেস্ক

গ্রহ দেখার লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প।

২৮ আগস্ট (মঙ্গলবার) আগারগাঁওয়ে অবস্থিত জাদুঘর ভবনের ছাদে তিনটি টেলিস্কোপের মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে বৃহস্পতি, শনি, মঙ্গল ও শুক্র গ্রহ পর্যবেক্ষণের। এ ক্যাম্প চলবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যাম্প চলাকালীন প্রতিদিন সূর্যাস্ত থেকে রাত ৯টা পর্যন্ত আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে আগ্রহীরা এই গ্রহগুলো পর্যবেক্ষণ করতে পারবেন। 

আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে ক্যাম্পের পরিচালক ও জাদুঘরের কর্মকর্তা শাহ আলম বলেন, এই গ্রহগুলো আকাশে একেক সময় একেকটা ভালো দেখা যায়। কিন্তু চারটি গ্রহ একসঙ্গে পরিস্কারভাবে পর্যবেক্ষণ করা দুর্লভ। বহু বছর পর এমন সুযোগ আসায় বিজ্ঞানমনস্কদের আকাশ বিজ্ঞান সম্পর্কে আগ্রহী করতে এ আয়োজন করা হয়েছে।  এতে বিজ্ঞানপ্রিয় বিশেষ করে শিশু-কিশোররা মহাকাশ সম্পর্কে আগ্রহী হয়ে উঠবে। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত