আসছে ডুয়াল সিম সমর্থিত নতুন আইফোন
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৮, ২০:৪৮
প্রথমবারের মতো আইফোনের ডুয়াল সিম সমর্থিত নতুন আইফোন বাজারে আসছে। নতুন এই ফোনগুলোর ডিসপ্লে বড় হবে, সেইসঙ্গে কমছে ফোনটির আকাশছোঁয়া মূল্যও। খবর ইয়াহু নিউজের।
ম্যাকরিউমার নামক একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের লেখক মিং চি ক্যু এর বরাতে জানা যায়, আইফোনের নতুন ফোনে ছয় দশমিক এক ইঞ্চি পর্দার ডিসপ্লে থাকছে। একই ডিসপ্লে সাইজের দুটি ফোন থাকবে। একটি হবে ডুয়াল সিম সাপোর্টেড, অন্যটিতে শুধু একটি সিম ব্যবহার করা যাবে।
ডুয়াল সিম সাপোর্টেড ফোনটির দাম হতে পারে ৬৫০ থেকে ৭৫০ ডলার। আর এক সিমের ফোনটির দাম হতে পারে ৫৫০ থেকে ৬৫০ ডলার।
অ্যাপলের ফোনের লাইনআপ আরও জটিল হতে যাচ্ছে চলতি বছর। এই দুটি ফোনের পাশাপাশি পাঁচ দশমিক আট ইঞ্চি পর্দার এক নতুন ফোনও বাজারে আনার সম্ভাবনা রয়েছে এই টেক জায়ান্টের। এর পাশাপাশি ছয় দশমিক পাঁচ ইঞ্চি পর্দার দুটি ফোনও বাজারে আনতে পারে। এই ফোনটি হতে পারে আইফোনের এযাবতকালের সবচেয়ে বড় পর্দার ফোন।
চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে ফোনগুলোর উৎপাদন শুরু হতে বলে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা। তবে নতুন আইফোনগুলো বাজারে কবে আসতে সে সম্পর্কে কিছু জানা যায়নি। ডুয়াল সিম সাপোর্টেড ফোন নিয়ে যদিও অ্যাপলের কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।