পহেলা বৈশাখে গুগলের বিশেষ ডুডল
প্রকাশ : ১৪ এপ্রিল ২০১৮, ১২:৩১
জাগরণীয়া ডেস্ক
ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে বিশেষ ডুডল দিয়েছে। ডুডলে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি প্রাণের উৎসব পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার চিত্র।
বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www.google.com) গেলে কিংবা সরাসরি (www.google.com.bd) ঠিকানায় ঢুকলেই চোখে পড়ছে বিশেষ ডুডলটি।
ডুডলটিতে দেখা যাচ্ছে, পহেলা বৈশাখ উদযাপনের অন্যতম ঐতিহ্য ও ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে জায়গা করে নেওয়া মঙ্গল শোভাযাত্রার চিত্র তুলে ধরা হয়। ডুডলে শোভা পাচ্ছে, দুইপাশে বর্ণিল পাখি, বাঘ ও মানুষের প্রতিকৃতিসহ শোভাযাত্রা। মাঝে লাল-কমলা-হলুদ-নীল-সবুজসহ বিভিন্ন রঙে সাজানো বড় একটি হাতির ছবি। হাতির পায়ের নিচে নীল রঙে ইংরেজিতে লেখা হয়েছে গুগল। যা দেখতে চাকা লাগানো খেলনা হাতির মতো।