২১ ফেব্রুয়ারি থেকে ফোর-জি সেবা

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩২

জাগরণীয়া ডেস্ক

আগামি ২১ ফেব্রুয়ারি (বুধবার) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফোর-জি (চতুর্থ প্রজন্ম) ইন্টারনেট সেবা শুরু করা যাবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে ঢাকা ক্লাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং কর্মকর্তাদের উপস্থিতিতে দুই ব্যান্ডে তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হয়।

১৮০০ মেগাহার্টজে গ্রামীণফোন ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। ২১০০ মেগাহার্টজে বাংলালিংক কিনেছে ৫ মেগাহার্টজ এবং ১৮০০ মেগাহার্টজে কিনেছে ৫.৬ মেগাহার্টজ তরঙ্গ। ১০ শতাংশ ভ্যাট ধরে ১৫.৬ মেগাহার্টজ তরঙ্গের মূল্য পাঁচ হাজার ২৬৮ কোটি ৫১ লাখ টাকা।

নিলামের পর গ্রামীণফোন ও বাংলালিংকের তরঙ্গের পরিমাণ বেড়ে দাঁড়ালো যথাক্রমে ৩৭ ও ৩০.৬ মেগাহার্টজে।

নিলাম শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান বলেন, আশা করি, আমাদের লক্ষ্য কোয়ালিটি অব সার্ভিস। আজকের নিলাম জনগণের উপকারে আসবে। আগামি ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ফোরজি লাইসেন্স এবং তরঙ্গ ব্যবহারের অধিকার দেওয়া হবে। যাতে করে ২১ ফেব্রুয়ারি থেকে তারা ফোর-জি সেবা দিতে পারেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত