‘২০২১ এর মধ্যে দেশে শতভাগ ইন্টারনেট সংযোগ’

প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৭, ১৫:০৬

জাগরণীয়া ডেস্ক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সাল নাগাদ দেশে শতভাগ মানুষের কাছে ইন্টারনেট সংযোগ পৌঁছাতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে বাংলা গভনেট, ইনফো সরকার-২ প্রকল্পের পর ইনফো সরকার-৩ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ ছাড়া ‘কানেকটেড বাংলাদেশ’ নামের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘গ্লোবাল সাইবার স্পেস সম্মেলন-২০১৭’-এর ‘ব্রিজিং দা ডিজিটাল ডিভাইড-এমপাওয়ারিং বাই টেকনোলজি লেড ইনক্লুসিভনেস’ শীর্ষক সম্মেলনে ২৩ নভেম্বর (বৃহস্পিতিবার) তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি বৈষম্য কমাতে চ্যালেঞ্জ হচ্ছে ডিজিটাল অবকাঠামো তৈরি ও সহজ সেবা, সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা, ডিজিটাল যন্ত্র ও অ্যাপ্লিকেশন ব্যবহার, দক্ষতাসম্পন্ন জনগোষ্ঠীর অভাব ও সামাজিক ও অর্থনৈতিক সমতা সৃষ্টি করা। এ বিষয়গুলোয় গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২১ সালের মধ্যে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং গবেষণা ও উন্নয়ন খাত থেকে পাঁচ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সম্মেলনে ২০টি দেশের তথ্যপ্রযুক্তিমন্ত্রী এবং ১৩৬ দেশের আলোচকেরা অংশ নেন। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত