৮০ মেগাপিক্সেলের ক্যামেরা আনছে প্যানাসনিক

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৭, ১৯:২৬

জাগরণীয়া ডেস্ক

প্রযুক্তি নির্ভর যুগে ছবি তুলতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুব কঠিন। সে কথা মাথায় রেখেই প্রতিষ্ঠানগুলো নতুন নতুন সব মডেলের ক্যামেরা নিয়ে বাজারে আসছে। তেমনই জাপানের প্রযুক্তিপণ্য প্যানাসনিক নতুন মিররলেস ক্যামেরা বাজারে ছেড়েছে। এর মডেল জি ৯। এর বডির মূল্য ১৬৯৯ ডলার। নতুন এই ক্যামেরাটিতে আছে ২০.৩ মেগাপিক্সেলের মাইক্রো ফোর থার্ডস সেন্সর। এতে অপটিক্যাল লো পাস ফিল্টার এবং নতনু ভেনাস ১০ রেন্ডারিং ইঞ্জিন ব্যবহার করা হয়।

ইলেকট্রোনিক ওলিড ভিউফাইন্ডার সমৃদ্ধ ক্যামেরাটিতে ৩ ইঞ্চির আর্টক্যালকুলেটিং টাচক্রিন ডিসপ্লে রয়েছে।

ক্যামেরাটি প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। 

প্যানাসনিক দাবি করছে, ৮০ মেগাপিক্সেলের স্থির চিত্র তুলতে পারে। ক্যামেরাটিতে উন্নত ৫ এক্সিস স্টাবিলাইজেশন এবং এটি দিয়ে ৬.৫ স্টপ স্লোয়ার শাটার স্পিডে ছবি তোলা যাবে। 

প্যানাসনিকের ডিএফসি অটোফোকাস প্রযুক্তি এবং এতে ৬ কে মানের ভিডিও চিত্র ধারণ করা যাবে। ০.০৪ সেকেন্ডে সাবজেক্টকে ফোকাস করতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত