ব্যাক কভারেই চার্জ হবে স্মার্টফোন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৭, ২২:১৮
জাগরণীয়া ডেস্ক
এবার কেসিংয়ে চার্জ হবে ফোন। এমন একটি কেসিং তৈরি করেছে জিরোলেমন নামের একটি সংস্থা।
এই কেসিংটি কেবলমাত্র স্যামসাং গ্যালাক্সি নোট এইটে ব্যবহার করা যাবে। এতে ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এদিকে স্যামসাংয়ের ফ্লাগশিপ ফোন নোট এইটে মাত্র ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
জিরোলেমন দাবি, তাদের এই কেসিংটি নোট এইটের সঙ্গে যুক্ত করলে ৪৮ ঘণ্টা টক টাইম পাওয়া যাবে। ১৬ ঘণ্টা একটানা ভিডিও দেখা যাবে। ৭৪ ঘণ্টা গান শোনা যাবে। যদিও এই কেসিং নোট এইটে সংযুক্ত করলে ফোনটি গরম হবার আশঙ্কা থেকে যাবে। এই স্লিম পাওয়ার কেসটি নোট এইট ইউজারকে দীর্ঘক্ষণ ফোন সচল রাখতে সাহায্য করবে।