অ্যাপলকে ৩০০ কোটি ডলার দেবে গুগল
প্রকাশ : ২০ আগস্ট ২০১৭, ১০:৪৮
বিশ্বসেরা স্মার্ট ডিভাইস নির্মাতা অ্যাপলের আইফোন ও আইপ্যাডে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে থাকে গুগল। এ জন্য প্রতিবছর অ্যাপলকে কয়েক বিলিয়ন ডলার দিয়ে থাকে গুগল। কিন্ত কি পরিমাণ ডলার দেয়া হয় তা কখনোই প্রকাশ করে না গুগল। তবে গবেষণা প্রতিষ্ঠান বার্নস্টেইন দাবি করেছে, চলতি বছর অ্যাপলকে ৩০০ কোটি ডলার পরিশোধ করবে গুগল।
সিএনবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ৩০০ কোটি ডলারের বিনিময়ে আইফোন ও আইপ্যাডে গুগলের নিজস্ব সার্চ ইঞ্জিনকে ডিফল্ট আকারে রাখবে। অ্যাপল পণ্যে গুগল সার্চ ইঞ্জিন যুক্ত করায় প্রতি বছরই মোটা অঙ্কের অর্থ পরিশোধ করে গুগল। তবে চলতি বছর গুগলের পক্ষ থেকে পরিশোধযোগ্য অর্থের বিগত যে কোনো সময়ের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
উল্লেখ্য, ২০১৪ সালে গুগল আইফোন ও আইপ্যাডের মতো ডিভাইসে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে টিকে থাকতে অ্যাপলকে ১০০ কোটি ডলার দেয়। ২০১৭ সালে গুগল কর্তৃক অ্যাপলকে পরিশোধ করা অর্থের পরিমাণ ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। চলতি বছর গুগল যে অর্থ পরিশোধ করবে তা অ্যাপলের মোট পরিচালন মুনাফার ৫ শতাংশ দাঁড়াবে। এছাড়া গুগল গত দুই বছরে অ্যাপলের মোট পরিচালন আয়ের ২৫ শতাংশ জোগান দিয়েছে।