কাঁঠালের বিচি ভর্তার রেসিপি
প্রকাশ : ৩০ জুলাই ২০১৬, ১৬:৪৬
বর্ষায় বৃষ্টি দিনে ভর্তা দিয়ে গরম গরম ভাতের খাওয়ার মজাই আলাদা। তাই আজকে আমাদের পাঠকদের জন্য এক কাঁঠালের বিচির ভর্তার রেসিপি দেওয়া হল।
কাঁঠালের বিচির ভর্তার বানাতে যা লাগবে -
উপকরণ:
১। ২০ থেকে ৩০টা শুকনো কাঁঠালের বিচি;
২। ১টা পেঁয়াজ মাঝারি ;
৩। শুকনা মরিচ ইচ্ছামতো,
৪। ধনেপাতা কুচি ইচ্ছামতো,
৫। লবন পরিমাণ মতো;
৬। সরিষার তেল পরিমাণ মতো।
প্রণালী: অল্প তাপে শুকনো তাওয়াতে কাঁঠালের বিচিগুলোকে হালকা পুড়া পুড়া করে ভাজতে হবে অনেকক্ষণ। (লক্ষণীয়, কোনো অবস্থাতে বিচিগুলো পুরোপুরি কালো করা বা কাঁচা না থাকে খেয়াল রাখতে হবে। ভাজা হয়েছে কিনা নিশ্চিত হতে একটা বিচির একটু চেকে দেখতে পারেন)। ভালো মতো ভাজা হলে, কড়াই থেকে নামিয়ে নিন। একটু ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিন। এখন বিচিগুলোকে শুকনো হামান দিস্তাতে ভালোভাবে মিহি করে গুড়া করতে হবে। এবার আলাদা করে পেঁয়াজ কুচিগুলোকে সরিষা তেলে ভাজতে হবে। তারপর একে একে কাঁঠালের বিচির গুড়া, শুকনা মরিচ গুড়া, লবন দিয়ে ২-৩ মিনিট ভাজতে হবে। কড়াই থেকে নামিয়ে এবার ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন।