৯ জুলাই: আজকের রাশিফল

প্রকাশ : ০৯ জুলাই ২০১৮, ১১:২৩

জাগরণীয়া ডেস্ক

আজ ৯ জুলাই ২০১৮, সোমবার। ২৫ আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ। জুলাই ৯ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯০ তম (অধিবর্ষে ১৯১ তম) দিন। তিথি: কৃষ্ণ একাদশী, নক্ষত্র: ভরণী। সূর্যোদয় ৫:১৮ ও সূর্যাস্ত ৬:৫০। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কর্কট রাশির জাতক/জাতিকা। জেনে নিন কেমন যাবে আজ আপনার দিন।

মেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল
কোনো সহৃদয় ব্যক্তির সহযোগিতায় ভ্যাগ্যোন্নতির সুযোগ পাবেন। মানসিক চঞ্চলতায় কাজকর্মে ক্ষতি হতে পারে। পারিবারিক কোনো সিদ্ধান্ত আপনার মনঃপুত না হলেও সংসারে অশান্তি মিটে যাবে। পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন যারা, তারা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি। মানসিক দিক থেকে আজ কারোর কাছে অপদস্থ হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। যারা বিবাহের কথা ভাবছেন, তাদের জন্য খুব শুভ সময় আসছে।

বৃষ: ২১ এপ্রিল - ২০ মে
সরকারি চাকরিতে সমস্যা আসতে পারে। ব্যবসায় কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে আপনার ব্যবহারে অনেকের সহায়তা পাবেন। ভালো কিছু সুযোগ আসবে, হাতছাড়া করবেন না। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে। প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনও সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। স্নায়বিক ভোগান্তির যোগ।

মিথুন: ২১ মে - ২০ জুন
আজ সকালের দিকে কাজে সাফল্য আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে। সামাজিক কোনও কাজে জনপ্রিয়তা বাড়তে পারে। শরীরে কোনও কষ্ট বৃদ্ধি পেতে পারে। আজ ব্যবসার দিকে কিছু অশুভ কিছু ঘটতে পারে। সংসারে কোনও বিবাদ কাজের প্রতি অনিহা আনতে পারে। পিতার সঙ্গে কোনও বিশেষ আলোচনা। শত্রুর ব্যাপারে সাবধান থাকুন। প্রেমের জন্য বড়দের সঙ্গে বিবাদ বাধতে পারে। বাড়িতে কোনও বাজে খবর আসতে পারে। আত্মীয় বিরোধে মানসিক শান্তির ব্যাঘাত ঘটবে। কারও কোনো সমস্যায় জড়াবেন না। কাজকর্মের ক্ষতি হবে।

কর্কট: ২১ জুন - ২০ জুলাই
পড়াশুনার জন্য দিনটি ভাল। কর্মস্থানে নতুন কিছু শুরু হতে পারে। খারাপ সঙ্গে থাকার জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে।  কোনো বন্ধুর সাহায্যে কোনো ধর্মীয় সংগঠনে যুক্ত হবেন। কারও প্ররোচণায় বিভ্রান্ত হবেন না। ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও পিছিয়ে আসবেন না। প্রেমের ব্যাপারে বিরহ যন্ত্রণা বাড়তে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। ব্যবসার দিকে বাড়তি কোনও খরচ হতে পারে। কোনও কারণে কারও কাছে গঞ্জনা সহ্য করতে হবে। ভ্রমণে কোনও বাধা আসতে পারে। কোনও পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে। পায়ে কোনও আঘাত লাগতে পারে। চাকরির স্থানে উচ্চ পদস্থ কোনও ব্যক্তির থেকে অপমান জুটতে পারে।

সিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট
কিছু সমস্যা থাকলেও সমাধান করতে পারবেন। বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা সাফল্য লাভ করবেন। বাবার সহায়তায় আর্থিক সমস্যা কিছুটা মিটবে। নিজের আত্মবিশ্বাসের দ্বারা অগ্রসর হবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল।

কন্যা: ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর
আপনার ন্যায়পরায়ণতা ও স্পষ্টবাদিতার ফলে কিছু শত্রু তৈরি হতে পারে। বাস্তববাদী না হতে পারলে ক্ষতির আশঙ্কা। চাকরিক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। মামলায় জড়িয়ে পরার একটা সম্ভাবনা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় আসতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় আসছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা শুরু হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত।

তুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
পাওনা অর্থ কিছু হাতে পাবেন। গাড়িচালকরা সাবধানে গাড়ি চালাবেন, দুর্ঘটনার যোগ আছে। বেশি অর্থোপার্জন করার চেষ্টায় ঝুঁকি নেওয়ার ফলে অর্থক্ষতির সম্ভাবনা। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা।

বৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
ভালো কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পারিবারিক প্রয়োজনে ব্যয়বাহুল্য দেখা দেবে। নিজের কর্তৃত্ব বজায় রাখতে সচেষ্ট থাকবেন। আইনগত কোনো সমস্যায় মানসিক দুশ্চিন্তা। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা, বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ নতুন কোনও কর্মের সন্ধান করতে হতে পারে। আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর
কোনো বিশিষ্ট ব্যক্তির সাহায্য পাবেন। দৈহিকভাব শুভ নয়। সমস্যা এলে ঠাণ্ডা মাথায় চিন্তা করবেন। সম্পত্তি বিষয়ে সমস্যার সমাধান করতে পারবেন। সঙ্গীত চর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। 

মকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
ঠিকাদারি ব্যবসায় সতর্কতা অবলম্বন করা দরকার। একসময় যাদের উপকার করেছেন, তাদের কারও আচরণ বিস্মিত করবে। শরীরের যত্ন নেবেন। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেবি ভাবে থাকলেও অর্থ খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে লাভ ভাল থাকবে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে।

কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
আপনার খামখেয়ালিপনার ফলে ব্যবসায় উন্নতিতে বিঘ্ন ঘটবে। অংশীদারদের সঙ্গে মতবিরোধ। সরকারি কাজে বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি হতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। কোনও মহৎ ব্যক্তি আপনাকে যেচে উপকার করতে পারে।

মীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
অসাবধানতার ফলে কোনো ক্ষতির আশঙ্কা। উচ্চপদস্থ কর্মীদের বদলির সম্ভাবনা। ক্রীড়াবিদদের সম্মান ও অর্থপ্রাপ্তির যোগ। চাকরিক্ষেত্রে পদোন্নতির যোগ। শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি হতে পারে। চাকরির পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত