শ্যাম্পু ব্যবহারের সঠিক নিয়ম

প্রকাশ : ২৩ জুন ২০১৭, ২৩:৫৬

জাগরণীয়া ডেস্ক

আমরা অনেক সময় অনেক দাম দিয়ে শ্যাম্পু কিনে আনি, এই ভেবে যে এটা অনেক ভালো কাজ করবে। কিন্তু বাসায় এনে চুল দেওয়ার পরে দখা যায় চুলটা যেনো ঠিক মনের মতো হল না। তখন সব দোষ দিয়ে থাকি ওই শ্যাম্পুর। কিন্তু আমরা অনেকেই জানি না যে এটা আসিলে আমাদের ভুল। শ্যাম্পু কিনতে হলে অবশ্যই আমাদের চুলের ধরন, সমস্যা এবং অন্য সব কিছু মিলিয়েই আমাদের শ্যাম্পু কেনা বা ব্যবহার করা উচিৎ। কারণ শুধু শ্যাম্পু কিনলেই হবে না এর সঠিক ব্যাবহারও জানতে হবে। আসুন তাহলে জেনে নেই শ্যাম্পু ব্যবহারের সঠিক নিয়ম।

শ্যাম্পু করার পদ্ধতি
কুসুম গরম পানিতে চুল ভিজিয়ে নিন। শুরুতে মাথা খুব ভালোভাবে ধুবেন, যাতে স্ক্যাল্পে জমে থাকা ধুলা-ময়লা ধুয়ে যায়।
হাতের তালুতে পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে সামান্য পানি মেশান। তারপর চুলের গোড়ায় ভালো করে লাগান।
মাথার ওপরের দিকে প্রথমে শ্যাম্পু দিন, তারপর চুলের শেষ প্রান্তে। বিশেষ করে খেয়াল রাখুন পেছনের দিকে চুল ও স্ক্যাল্পে যেন শ্যাম্পু ভালোভাবে লাগে।

চুলের ময়লা, তেল, খুশকি পরিষ্কার করার জন্য আঙুলের ডগা গোল করে ঘুরিয়ে মাথায় শ্যাম্পু করুন। নখ দিয়ে ঘষবেন না।
দ্বিতীয়বার শ্যাম্পু করুন। শাওয়ারে ধুতে পারলে ভালো হয়। এক মিনিট ধরে পানিতে চুল ধুয়ে ফেলুন।
শ্যাম্পু করার পরই চুলের ধরন অনুযায়ী কন্ডিশনার ব্যাবহার করুন।

টিপস
কন্ডিশনার মিশ্রিত শ্যাম্পু ব্যবহার না করাই ভালো। আর করলেও সপ্তাহে দুই বারের বেশি করা ঠিক হবে না। 
যদি প্রতিদিন শ্যাম্পু করতে হয় তাহলে হারবাল বা লাইট শ্যাম্পু ব্যবহার করুন। 
এন্টি-ডেনড্রাফ শ্যাম্পু প্রতিদিন ব্যবহার না করাই ভালো
যেকোনো শ্যাম্পু প্রতিদন ব্যাবহার করতে হলে পানি মিশিয়ে পাতলা করে নিন। কারণ এতে শ্যাম্পুর ক্ষার হালকা হয়ে চুলের ক্ষতি কম হয়।

তথ্য ও ছবি: ইন্টারনেট

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত